বিকাশ-এর এক্সাইটিং অফারে স্টাইল করুন মনমতো!

পছন্দের জামা, জুতা ও জুয়েলারি কেনার উল্লাসে পেমেন্ট হবে শুধুই বিকাশ-এ! নির্দিষ্ট আউটলেটে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্টে কুপন কোড ‘L10’ লিখে যোগ করলেই পাচ্ছেন ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

অফারের মেয়াদ

২৬ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত

অফারের বিস্তারিত

  • নির্দিষ্ট আউটলেট থেকে কেনাকাটায় ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্টের সময় কুপন কোড ‘L10’ লিখে যোগ করে উপভোগ করুন ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
  • অফার চলাকালীন প্রতিবার কুপন কোড ব্যবহারে ১০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। 
  • গ্রাহকেরা দিনে ১ বার এবং অফার চলাকালীন ২ বার কুপন পাবেন।
  • অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষরে কুপন কোডটি (L10) টাইপ করতে হবে।
  • ডিসকাউন্ট পেতে হলে ‘L10’ কুপন কোডটি ব্যবহার করতে হবে।
  • পেমেন্ট করার সময় কুপন কোডটি অ্যাড করতে পারবেন (অ্যাপের ‘পেমেন্ট’ অপশন থেকে)
  • অ্যাপের মেন্যু থেকে কুপন আইকনে ট্যাপ করে কুপন অ্যাড করতে পারবেন

শর্তাবলি

  • নতুন একটি কুপন ব্যবহার করার জন্য পূর্বের অব্যবহৃত কুপনটি ব্যবহার করতে হবে।
  • শুধুমাত্র বিকাশ অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে গ্রাহক ডিসকাউন্ট পাবেন।
  • সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে পেমেন্ট করে অফারটি উপভোগ করতে পারবেন।
  • গ্রাহকেরা কুপন কোড অ্যাড বা অ্যাপ্লাই করার পর একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে অফার বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে অফারের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে কুপন বিতরণের চেষ্টা করবে বিকাশ। এতে ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক অফারটি পাওয়ার জন্য আর বিবেচিত হবেন না।
  • গ্রাহক তার বিকাশ একাউন্ট থেকে সঠিক কুপন কোড ব্যবহার করে নির্দিষ্ট মার্চেন্ট একাউন্টে সফলভাবে পেমেন্ট করে ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফার গ্রহণের নিয়ম ও শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ অফার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ উক্ত গ্রাহকের কুপন সুবিধা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কুপন ব্যবহার করার ক্ষেত্রে, যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয় তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের কুপন লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক কুপনটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
  • অফার চলাকালীন যেকোনো প্রশ্ন বা জিজ্ঞাসায় গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি support@bKash.com-এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

সাধারণ জিজ্ঞাসা

১. অফার কত দিন চলবে?

– অফারগুলো ২৬ আগস্ট ২০২৪, ০০:০০:০০ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৯:৫৯ পর্যন্ত চলবে। 

২. অফারটি কী?

– পছন্দের জামা, জুতা ও জুয়েলারি কেনাকাটায় ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্টের সময় কুপন কোড ‘L10’ লিখে যোগ করে উপভোগ করুন ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

৩. গ্রাহক একদিনে কত টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন উপভোগ করতে পারবেন?

– গ্রাহকেরা দিনে ১ বার ১০০ টাকা ডিসকাউন্ট পাবেন।

৪. গ্রাহক অফার চলাকালীন কত টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন উপভোগ করতে পারবেন?

– গ্রাহক অফার চলাকালীন ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন (২ বারে)।

৫. কুপন কোডটি কী?

– কুপন কোডটি হলো ‘L10’.

৬. গ্রাহক কি কুপন কোডটি ছোট হাতের অক্ষরে (l10) লিখতে পারবেন?

–  না, কুপন কোডটি বড় হাতের অক্ষরে (L10) লিখতে হবে।

৭. গ্রাহক একটি লেনদেনে যদি কুপন অ্যামাউন্টের সম্পূর্ণ ব্যবহার না করেন তবে কি তিনি বাকি অ্যামাউন্ট অন্য লেনদেনে ব্যবহার করতে পারবেন?

– না, গ্রাহক একটি ডিসকাউন্ট কুপন একটি লেনদেনে একবারই ব্যবহার করতে পারবেন।

৮. অফার পেতে গ্রাহককে কোন কোন মাধ্যমে লেনদেন করতে হবে?

– শুধুমাত্র বিকাশ অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে গ্রাহক কুপন কোডটি ব্যবহার করতে পারবেন।

৯. অফার পেতে গ্রাহকের একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?

– হ্যাঁ, ডিসকাউন্ট পেতে হলে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। কিন্তু একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে ডিসকাউন্ট কুপন পেতে গ্রাহক ব্যর্থ হলে তিনি এই অফারটি আর পাবেন না।

১০. গ্রাহক কি সফলভাবে কুপন কোড অ্যাড করলে ডিসকাউন্ট পাবেন?

– হ্যাঁ, গ্রাহক যদি সঠিকভাবে কুপন কোড অ্যাড করেন এবং সেইসাথে গ্রাহকের পেমেন্ট বৈধ হলে, বিকাশ গ্রাহকের লেনদেনের সত্যতা যাচাই করতে পারলে এবং গ্রাহকের একাউন্টের ইনকামিং লেনদেন সচল থাকলে গ্রাহক ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। যদিও, কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ডিসকাউন্ট কুপন সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের এই অফারের সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

১১. গ্রাহক কি অফার উপভোগ করতে ব্যর্থ হতে পারেন? যদি এমন হয়, সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?

– বিকাশ পেমেন্টের সময় সঠিকভাবে কুপন কোড লিখে যোগ করলে গ্রাহক তাৎক্ষণিকভাবে ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। তবে অনাকাঙ্ক্ষিত কারণে অফারটি পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি support@bKash.com-এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।